নারায়ণগঞ্জের বন্দরে এক মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদ হোসেন (২২) নামের এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। এই নৃশংস ঘটনায় স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আমিরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন একটি পতিত জমিতে তৌহিদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সুরতহাল শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নিহত তৌহিদ হোসেন বন্দর উপজেলার ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ বক্তারকান্দি এলাকার মিশুক চালক মামুন মিয়ার ছেলে।
তৌহিদের বাবা মামুন মিয়া অভিযোগ করে বলেন, দুদিন আগে বকেয়া টাকা নিয়ে স্থানীয় মুদি দোকানি মোহাম্মদের সঙ্গে তার ছেলের ঝগড়া হয়েছিল। ওই ঘটনার পর মোহাম্মদ তার ছেলেকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল। মামুন মিয়া তার ছেলের হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেছেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যায় তৌহিদের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 

























