আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে রংপুর-১ আসনে ব্যাপক প্রচারণায় নেমেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী আল মামুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই প্রার্থী শুক্রবার তার নির্বাচনী এলাকা গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ, বড়বিল ও আলমবিদিতর ইউনিয়ন ঘুরে ভোটারদের কাছে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরেন।
এর আগে বৃহস্পতিবার তিনি গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ও লক্ষ্মীটারী ইউনিয়নে একই উদ্দেশ্যে গণসংযোগ করেন। আল মামুন তার নির্বাচনী এলাকা, যা গঙ্গাচড়া উপজেলা এবং রংপুর সিটি করপোরেশনের ১ থেকে ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত, সেখানে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে নিরলস কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে এনসিপির প্রার্থী আল মামুন সাংবাদিকদের জানান, “বাংলাদেশে যেন সব মানুষের অধিকার অক্ষুণ্ণ থাকে এবং বিগত সময়ের অপশাসন আর ফিরে না আসে, সেই লক্ষ্যেই আমি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছি।” তিনি আরও যোগ করেন, একটি সুশাসনভিত্তিক ও অধিকার-সুরক্ষিত সমাজ প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য।
রিপোর্টারের নাম 

























