ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার শোল্লা ইউনিয়নের রুপারচর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আব্দুল রশিদ (৪৭), মো. শুকুর আলী (৩১), মো. রবিন (৩০) ও মো. তুহিন (১৯)। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে রুপারচর গ্রামের পলাতক আসামি মো. মহিলের বাড়িতে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। জব্দকৃত এই মদের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ১০ হাজার টাকা।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকের বিস্তার রোধে থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
রিপোর্টারের নাম 

























