ঢাকা ১০:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ প্রশ্নফাঁস: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত, আটক ১১

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মিনারুল ইসলাম নামের ওই নেতাকে শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয় স্বেচ্ছাসেবক দল। এই ঘটনায় মিনারুলসহ মোট ১১ জনকে আটক করেছে পুলিশ।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুড়িগ্রাম জেলা শাখার দফতর সূত্রে জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেনের নির্দেশে এবং দফতরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মিনারুল ইসলামের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। একইসাথে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা থেকে মিনারুল ইসলামসহ ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ‘প্রশ্নপত্রের’ ফটোকপি ও বেশ কিছু ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। প্রায় একই সময়ে শহরের অন্য একটি স্থানে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে চালকসহ আরও পাঁচজনকে আটক করে পুলিশ।

এছাড়া, পরীক্ষা চলাকালীন সময়ে একটি কেন্দ্রের ভেতরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করায় এক পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আরেক নারী পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

তবে মিনারুল ইসলামকে উপজেলা ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘রাতের ভোট’ হবে ইতিহাস: আলী রিয়াজ

কুড়িগ্রামে শিক্ষক নিয়োগ প্রশ্নফাঁস: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কৃত, আটক ১১

আপডেট সময় : ০৮:৪৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের চেষ্টার অভিযোগে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মিনারুল ইসলাম নামের ওই নেতাকে শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সব পদ ও দায়িত্ব থেকে অব্যাহতি দেয় স্বেচ্ছাসেবক দল। এই ঘটনায় মিনারুলসহ মোট ১১ জনকে আটক করেছে পুলিশ।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কুড়িগ্রাম জেলা শাখার দফতর সূত্রে জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরমান হোসেনের নির্দেশে এবং দফতরের দায়িত্বে থাকা সদস্য তৌহিদুল ইসলাম তারেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মিনারুল ইসলামের বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হলো।

বহিষ্কৃত মিনারুল ইসলাম নাগেশ্বরী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। একইসাথে তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবেও পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরুর আগেই নাগেশ্বরী উপজেলা শহরের কাজি মার্কেটের পেছনের একটি বাসা থেকে মিনারুল ইসলামসহ ছয়জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ‘প্রশ্নপত্রের’ ফটোকপি ও বেশ কিছু ডিজিটাল ডিভাইস উদ্ধার করা হয়েছে। প্রায় একই সময়ে শহরের অন্য একটি স্থানে অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস থেকে চালকসহ আরও পাঁচজনকে আটক করে পুলিশ।

এছাড়া, পরীক্ষা চলাকালীন সময়ে একটি কেন্দ্রের ভেতরে ডিজিটাল ডিভাইস ব্যবহার করায় এক পরীক্ষার্থীকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আরেক নারী পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

তবে মিনারুল ইসলামকে উপজেলা ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।