যশোরের শার্শা উপজেলার নাভারণে ক্যানসার, প্যারালাইসিস, বাত ও দীর্ঘস্থায়ী ব্যথায় আক্রান্ত রোগীদের জন্য আয়োজিত হলো এক ব্যতিক্রমী দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প। শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ঢাকার স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে অনুষ্ঠিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে এলাকার ৫০০ জনেরও বেশি নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষা করান।
সামাজিক ও মানবিক সংগঠন ‘আমরা নারী’ এবং ‘ল্যাবজোন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টর’স চেম্বার’ যৌথভাবে এই মহতী উদ্যোগের আয়োজন করে। দিনব্যাপী এই ক্যাম্পে শার্শার বিভিন্ন প্রান্ত ছাড়াও পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা থেকে আগত অসংখ্য রোগী প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং রোগের সঠিক দিকনির্দেশনা লাভের সুযোগ পান। বিশেষ করে জটিল ও দীর্ঘস্থায়ী রোগে ভুগতে থাকা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি সেবা পেয়ে উপকৃত হন।
স্বাস্থ্যসেবাকে মানুষের মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে এই কার্যক্রমের আয়োজন করা হয়। ‘আমরা নারী’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব) এই প্রসঙ্গে বলেন, “নাগরিক হিসেবে স্বাস্থ্যসেবা রাষ্ট্রের কাছে একটি বিশেষ অধিকার। আমাদের অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ‘আমরা নারী’ মূলত নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করলেও, সমাজের সার্বিক কল্যাণে এমন জনমুখী উদ্যোগ গ্রহণ করে থাকে।”
স্থানীয় জনগণের মধ্যে এই আয়োজনের ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে। আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে, ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টারের নাম 

























