দিনাজপুর: প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে দিনাজপুরে ১৬ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ ও প্রশাসন। শুক্রবার বিকেলে জেলার ১১টি পরীক্ষা কেন্দ্র থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে গোপন ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে ধরা পড়েন এই ১৬ জন। এ ঘটনায় নিয়োগ পরীক্ষা ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তাৎক্ষণিকভাবে আটককৃত পরীক্ষার্থীদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা না হলেও, প্রশাসন জানিয়েছে তাদের নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে। দিনাজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম হাবিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্রিসেন্ট কিন্ডার গার্টেন গার্লস হাই স্কুল থেকে ২ জন, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ১ জন, কাদের বক্স মেমোরিয়াল কলেজে (বিএম) ২ জন, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে ১ জন, দিনাজপুর উচ্চ বিদ্যালয়ে ১ জন, দিনাজপুর সরকারি মহিলা কলেজে ১ জন, দিনাজপুর জুবিলী উচ্চ বিদ্যালয়ে ১ জন, দিনাজপুর মিউনিসিপাল হাইস্কুলে ১ জন, দিনাজপুর নূরজাহান কামিল মাদ্রাসায় ৫ জন, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১ জন এবং কেরি মেমোরিয়াল হাই স্কুলে ১ জন পরীক্ষার্থীকে ডিভাইসসহ আটক করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক এসএম হাবিবুল হাসান আরও বলেন, “গ্রেপ্তারকৃতদের নিবিড় জিজ্ঞাসাবাদ চলছে। এই জালিয়াতির ঘটনার পেছনে যারা মূল হোতা, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।” তিনি দৃঢ়তার সঙ্গে উল্লেখ করেন, সরকার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন করতে বদ্ধপরিকর এবং এ ধরনের কোনো অপচেষ্টা বরদাস্ত করা হবে না।
রিপোর্টারের নাম 

























