জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ইয়ানুল হোসেন (৩১) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এই হামলায় তার ছোট ভাই আব্দুল মোমিন (২২) গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শালাইপুর বাজার-ঢাকারপাড়া সড়ক মোড় এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইয়ানুল ও আহত মোমিন ওই গ্রামের আলম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দুই ভাই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দুই ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়ানুলকে মৃত ঘোষণা করেন। আহত মোমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত ইয়ানুল স্থানীয় পর্যায়ে যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলে জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দ নিশ্চিত করেছেন।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মো. রায়হান জানান, মূলত মসজিদের আর্থিক হিসাব-নিকাশ সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার বিকেলে সোহেল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি।
রিপোর্টারের নাম 

























