ঢাকা ১০:১২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

অবৈধ পাহাড় কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের, কাঠগড়ায় প্রশাসন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নুরুল আমিন (৩০)। তিনি ওই ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার মীর আহমদের ছেলে। এই ঘটনা প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিনের অবৈধ পাহাড় কাটার ভয়াবহ পরিণতিকে আবারও সামনে এনেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে ওই এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে ঝুঁকিপূর্ণ এই কাজ নির্বিঘ্নে চলছিল। জীবিকার তাগিদে নুরুল আমিন এই অবৈধ কাজে শ্রমিক হিসেবে যুক্ত হয়েছিলেন। ভোরের অন্ধকারে পাহাড়ের একটি বড় অংশ হঠাৎ ধসে পড়লে তিনি মাটিচাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার জানিয়েছে, নুরুল আমিন ছিলেন তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইনানী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ-আল-আমিন বলেন, ‘ভোররাতে আমাদের দায়িত্ব শেষ করে কর্মকর্তারা অফিসে ফেরার পরই পাহাড় কাটার কাজ শুরু করা হয়। এ সময় পাহাড়ধসে এক শ্রমিকের মৃত্যু হয়।’ তিনি আরও জানান, ঘটনার মূল অভিযুক্ত হেলালের বিরুদ্ধে বন আইনে পূর্বেও পাঁচটি মামলা রয়েছে।

এদিকে, প্রশাসনের নীরবতা ও অব্যাহত অবৈধ পাহাড় কাটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন আর কোনো প্রাণহানি না ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘রাতের ভোট’ হবে ইতিহাস: আলী রিয়াজ

অবৈধ পাহাড় কাটতে গিয়ে প্রাণ গেল শ্রমিকের, কাঠগড়ায় প্রশাসন

আপডেট সময় : ০৪:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পাহাড় কাটার সময় মাটিচাপা পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম নুরুল আমিন (৩০)। তিনি ওই ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার মীর আহমদের ছেলে। এই ঘটনা প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিনের অবৈধ পাহাড় কাটার ভয়াবহ পরিণতিকে আবারও সামনে এনেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেলাল নামের এক ব্যক্তির নেতৃত্বে ওই এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে পাহাড় কেটে মাটি বিক্রি করা হচ্ছিল। প্রশাসনের পর্যাপ্ত নজরদারির অভাবে ঝুঁকিপূর্ণ এই কাজ নির্বিঘ্নে চলছিল। জীবিকার তাগিদে নুরুল আমিন এই অবৈধ কাজে শ্রমিক হিসেবে যুক্ত হয়েছিলেন। ভোরের অন্ধকারে পাহাড়ের একটি বড় অংশ হঠাৎ ধসে পড়লে তিনি মাটিচাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরিবার জানিয়েছে, নুরুল আমিন ছিলেন তাদের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইনানী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ-আল-আমিন বলেন, ‘ভোররাতে আমাদের দায়িত্ব শেষ করে কর্মকর্তারা অফিসে ফেরার পরই পাহাড় কাটার কাজ শুরু করা হয়। এ সময় পাহাড়ধসে এক শ্রমিকের মৃত্যু হয়।’ তিনি আরও জানান, ঘটনার মূল অভিযুক্ত হেলালের বিরুদ্ধে বন আইনে পূর্বেও পাঁচটি মামলা রয়েছে।

এদিকে, প্রশাসনের নীরবতা ও অব্যাহত অবৈধ পাহাড় কাটায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন আর কোনো প্রাণহানি না ঘটে।