ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে অন্তত চারজন নিহত হয়েছেন। গত শুক্রবার দুপুরে বানিয়াপাড়া এলাকায় একটি বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের পর এই মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরপরই মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক ফেটে যায় এবং মুহূর্তেই আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকেই আটকা পড়েন।
খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিভে যাওয়ার পর দুর্ঘটনাস্থল থেকে এক নারী, এক পুরুষ এবং দুই শিশুসহ মোট চারজনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষের জেরেই মোটরসাইকেলের জ্বালানি বাক্স থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা ঘটনাস্থল থেকে শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছি।”
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ মরদেহগুলো ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 

























