ঢাকা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

মুন্সীগঞ্জে ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষ: সুপারভাইজার নিহত, আহত ১৫

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঘন কুয়াশার চাদরে ঢাকা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোর ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকামুখী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাসটি এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বিকল হয়ে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেক (৪৫) মারা যান।

খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আটকা পড়া যাত্রীদের বাস থেকে বের করে আনা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে মহাসড়কে থেমে থাকা বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। তিনি আরও বলেন, ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারের মৃত্যু হয় এবং কমপক্ষে ১৫ জন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ায় বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে ‘রাতের ভোট’ হবে ইতিহাস: আলী রিয়াজ

মুন্সীগঞ্জে ঘন কুয়াশায় বাস-ট্রাক সংঘর্ষ: সুপারভাইজার নিহত, আহত ১৫

আপডেট সময় : ০৩:১৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬

ঘন কুয়াশার চাদরে ঢাকা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় এক বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে নিমতলা রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি বিকল ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের সজোর ধাক্কায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকামুখী পূর্বাশা পরিবহনের যাত্রীবাহী বাসটি এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে বিকল হয়ে থেমে থাকা একটি পণ্যবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ভেতরে আটকা পড়েন। ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার তারেক (৪৫) মারা যান।

খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আটকা পড়া যাত্রীদের বাস থেকে বের করে আনা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরের দিকে এক্সপ্রেসওয়ে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। দৃশ্যমানতা এতটাই কম ছিল যে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছিল না। এই পরিস্থিতিতে মহাসড়কে থেমে থাকা বিকল ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। তিনি আরও বলেন, ঘটনাস্থলেই বাসের সুপারভাইজারের মৃত্যু হয় এবং কমপক্ষে ১৫ জন আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। নিহত সুপারভাইজারের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ায় বর্তমানে এক্সপ্রেসওয়েতে যান চলাচল স্বাভাবিক রয়েছে। হাইওয়ে পুলিশ ঘটনার বিস্তারিত তদন্ত করছে।