রাজধানীর প্রাণকেন্দ্রে অবস্থিত নান্দনিক হাতিরঝিলে সম্প্রতি সফলভাবে সম্পন্ন হলো এএমআইএস সার্টিফাইড ‘ফাস্ট ওয়াশ ঢাকা ম্যানস হাফ ম্যারাথন ২০২৬ পাওয়ার্ড বাই রিডিশা ডেলিস স্লাইস কেক’। দেশের সুপরিচিত ক্রীড়া সংগঠন স্পোর্টস বাংলার আয়োজনে এই масштабপূর্ণ দৌড় প্রতিযোগিতায় দেশি ও বিদেশি মিলিয়ে প্রায় এক হাজার धावक অংশগ্রহণ করেন।
শনিবার সকালে হাতিরঝিলের এম্ফিথিয়েটার থেকে শুরু হয়ে একই স্থানে এসে শেষ হয় এই উত্তেজনাপূর্ণ ম্যারাথন। দুটি ভিন্ন ক্যাটাগরিতে দৌড়বিদরা তাদের শারীরিক সক্ষমতা প্রদর্শন করেন— ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন এবং ১০ কিলোমিটারের উন্মুক্ত দৌড়। হাতিরঝিলের মনোরম ও পরিকল্পিত পথে দৌড়াতে পেরে অংশগ্রহণকারীদের মধ্যে ছিল উৎসবের আমেজ ও সুস্থতার প্রতিচ্ছবি।
প্রতিযোগিতার প্রতিটি ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের ভিত্তিতে পাঁচজন করে মোট দশজন রানারকে পোডিয়াম সম্মাননা প্রদান করা হয়। তাদের সুস্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি মাথায় রেখে মোট ১ লাখ টাকার নিউট্রিশন প্রোগ্রামের আওতায় অন্তর্ভুক্ত করা হয়, যা তাদের সুস্থ জীবনযাত্রায় আরও উৎসাহিত করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোহিনুর কেমিক্যাল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া সরকার। এমন একটি সফল আয়োজনের মাধ্যমে রাজধানীতে সুস্থ জীবনধারা প্রচারে আরও এক ধাপ এগিয়ে গেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 





















