ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে আগুন ধরে যাওয়ায় ঘটনাস্থলেই চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী।
শুক্রবার দুপুরে দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, নিহতদের মধ্যে দুইজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
ঘটনার বিবরণে জানা যায়, দুপুর পৌনে ১টার দিকে যাত্রীবাহী বাসটি বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এসময় হঠাৎ করে বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তেই তা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিতে আগুন ধরে গেলে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। হতাহতদের বিস্তারিত পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।
রিপোর্টারের নাম 

























