সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদ দায়িত্ব না দিলে জাতিসংঘ নিজ থেকে কোনো দেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। বাংলাদেশের নির্বাচনের ক্ষেত্রেও জাতিসংঘ পর্যবেক্ষক পাঠাবে না। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফান ডুজারিক গত সোমবার রাতে নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে প্রশ্নের জবাবে এ কথা জানান।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রকে তিনটি প্রশ্ন করেন।প্রথম প্রশ্নটি ছিল, বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনে কি জাতিসংঘ কোনো পর্যবেক্ষক পাঠাবে?
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘না। জাতিসংঘ নিজে থেকে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না, যদি না সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদ থেকে সে ধরনের কোনো ম্যান্ডেট থাকে। সুতরাং এটি এখন আর এমন কিছু নয়, যা আমরা করি।তবে আমি দেখে নিতে পারি, জাতিসংঘের কান্ট্রি অফিস নির্বাচনপ্রক্রিয়ায় কোনো ধরনের কারিগরি সহায়তা দিচ্ছে কি না। কারণ নির্বাচনসংক্রান্ত ক্ষেত্রে আমরা প্রায়ই এমন সহায়তা দিয়ে থাকি।’
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কাছে দ্বিতীয় প্রশ্নটি ছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রেক্ষাপটে তাঁর এই প্রত্যাবর্তনকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন?
এই প্রশ্নের জবাবে মুখপাত্র স্টিফান ডুজারিক বলেন, ‘আমি সংবাদ মূল্যায়নকারী নই।সাংবাদিকরাই সংবাদ মূল্যায়ন করেন। আমরা শুধু এটুকুই বলতে পারি, বাংলাদেশের জনগণ যেন তাদের দেশের জন্য নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্বাধীনভাবে প্রকাশ করতে পারে—এমন একটি নির্বাচনপ্রক্রিয়াকে আমরা সর্বোচ্চভাবে সমর্থন করব।’
বাংলাদেশ নিয়ে তৃতীয় ও শেষ প্রশ্নটি ছিল, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা খালেদা জিয়ার মৃত্যুর বিষয়ে জাতিসংঘের প্রতিক্রিয়া কী?
জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, ‘আমরা তাঁর মৃত্যুতে তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
রিপোর্টারের নাম 

























