ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও কবর জিয়ারত কর্মসূচি পালিত হয়েছে। আজ আয়োজিত এই কর্মসূচিতে কোরআন তেলাওয়াতের পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মরহুমার কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক ড. মোরশেদ হাসান খান, অধ্যাপক ড. এ. বি. এম. শহীদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খন্দকার মো. রাফিক হাসান উপস্থিত ছিলেন।
এছাড়া উপদেষ্টা দেওয়ান রাশিদুল হাসান, মমতাজ আহসান বকুল, শামসুল আলম ও রাশিদা হোসাইনসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং মার্কেটিং পরিবারের সাধারণ ও আজীবন সদস্যরা কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও দেশপ্রেমের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। পরিশেষে তাঁর আত্মার চিরশান্তি ও মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
রিপোর্টারের নাম 

























