ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, প্রাণ হারালেন তরুণ শ্রমিক

ঢাকার কেরানীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাব্বির রহমান (১৯) নামে এক তরুণ শ্রমিক মর্মান্তিক মৃত্যু বরণ করেছেন। সোমবার দুপুরে উপজেলার কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্ট সংলগ্ন একটি গলিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির রহমান পাবনা সদর উপজেলার কোলাদী গ্রামের শরিফুল ইসলামের ছেলে। জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে কারখানাটিতে উৎপাদন কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত দাহ্য রাসায়নিক উপাদান থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তারা জানিয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করার আশ্বাস দেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফন-কাফন ও জরুরি প্রয়োজনে তার পরিবারের হাতে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর-৬ আসনে একই গ্রাম থেকে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের আগ্রহ তুঙ্গে

কেরানীগঞ্জে এয়ার ফ্রেশনার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও আগুন, প্রাণ হারালেন তরুণ শ্রমিক

আপডেট সময় : ০৭:২৭:২২ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে একটি এয়ার ফ্রেশনার কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাব্বির রহমান (১৯) নামে এক তরুণ শ্রমিক মর্মান্তিক মৃত্যু বরণ করেছেন। সোমবার দুপুরে উপজেলার কালিন্দি ইউনিয়নের আড্ডা রেস্টুরেন্ট সংলগ্ন একটি গলিতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির রহমান পাবনা সদর উপজেলার কোলাদী গ্রামের শরিফুল ইসলামের ছেলে। জানা গেছে, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর ২টার দিকে কারখানাটিতে উৎপাদন কাজ চলাকালীন হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যেই কারখানার ভেতরে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক ধারণা, এয়ার ফ্রেশনার তৈরিতে ব্যবহৃত দাহ্য রাসায়নিক উপাদান থেকেই এই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে তারা জানিয়েছেন।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওমর ফারুক। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেন এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করার আশ্বাস দেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের দাফন-কাফন ও জরুরি প্রয়োজনে তার পরিবারের হাতে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়েছে। বর্তমানে কারখানার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।