ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই উদ্বেগের কথা জানানো হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ভেনেজুয়েলায় সাম্প্রতিক যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছে, বাংলাদেশ তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ঢাকা বিশ্বাস করে যে, যেকোনো আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ সংকট নিরসনের একমাত্র পথ হলো কূটনৈতিক সংলাপ। সার্বভৌম দেশগুলোর মধ্যে বিরোধ মীমাংসায় আলোচনার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সর্বদা জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। শান্তি বজায় রাখা এবং সংলাপের মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব বলে মনে করে ঢাকা।
উল্লেখ্য, গত শনিবার ভোরে ভেনেজুয়েলায় বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। এ সময় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। এই সামরিক অভিযানের ঘটনায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে।
এদিকে ভেনেজুয়েলায় এমন মার্কিন হস্তক্ষেপের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। চীন ও রাশিয়াসহ বিশ্বের প্রভাবশালী বেশ কয়েকটি দেশ এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প এই অভিযানের পক্ষে সাফাই গেয়ে দাবি করেছেন, মাদুরোর শাসন ছিল ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট সময়।
রিপোর্টারের নাম 

























