দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সম্পর্কে কোনো ধরনের অসত্য বা বিভ্রান্তিকর সংবাদ প্রচারের বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে আদালত প্রশাসন। সোমবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে জানানো হয়, ভবিষ্যতে সুপ্রিম কোর্ট নিয়ে মিথ্যা বা বিভ্রান্তিকর খবর প্রকাশ করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ নির্দেশনা দিয়ে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট সংক্রান্ত যেকোনো সংবাদ প্রচার বা প্রকাশের আগে তার বস্তুনিষ্ঠতা যাচাই করা বাধ্যতামূলক। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের মিডিয়া ফোকাল পার্সন অথবা রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে তথ্যের সঠিকতা নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
আদালত প্রশাসন জানিয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে প্রধান বিচারপতি নিয়োগ এবং বেঞ্চ না দেওয়ায় বিচারপতিদের ছুটিতে যাওয়ার মতো কিছু খবর প্রচারিত হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের ভুল তথ্য প্রচার দেশের সর্বোচ্চ আদালতের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। এই ধরনের কর্মকাণ্ড আদালত অবমাননার শামিল।
প্রকৃত ঘটনা স্পষ্ট করে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আপিল বিভাগের বিচারপতি মো. আশফাকুল ইসলাম মূলত তার মায়ের অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। অন্যদিকে, হাইকোর্ট বিভাগের বিচারপতি ফরিদ আহমেদ অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় সাময়িকভাবে বিচারকাজে অংশ নিতে পারছেন না। এসব ব্যক্তিগত ও শারীরিক কারণের সাথে গণমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর খবরের কোনো ভিত্তি নেই।
আদালত প্রশাসন মনে করে, সংবাদ প্রকাশের আগে যথাযথ কর্তৃপক্ষ থেকে তথ্য যাচাই করলে এমন অনভিপ্রেত ও দুঃখজনক পরিস্থিতির সৃষ্টি হতো না। তাই ভবিষ্যতে যেকোনো সংবাদ পরিবেশনে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























