গাজীপুরের কালীগঞ্জে টঙ্গী-ভৈরব রেললাইনে ঢাকাগামী ‘এগারোসিন্দুর প্রভাতী’ ট্রেনের চলন্ত অবস্থায় হুক ছিঁড়ে দুটি বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে তুমুলিয়া ইউনিয়নের দড়িপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী ট্রেনটি দড়িপাড়া এলাকা অতিক্রম করার সময় হঠাৎ পেছনের দুটি বগির সংযোগস্থলের হুক ছিঁড়ে যায়। এতে বগি দুটি মূল ট্রেন থেকে আলাদা হয়ে পেছনে পড়ে থাকে। বিচ্ছিন্ন বগিগুলো ধীরগতিতে থামলে আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।
আড়িখোলা স্টেশনের মাস্টার মো. কাইয়ুম জানান, দড়িপাড়া রেল গেটকিপারের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ঢাকা থেকে প্রকৌশলী দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শেষে বগি দুটি পুনরায় ট্রেনের সাথে যুক্ত করেন। এই উদ্ধার কার্যক্রমের কারণে ওই লাইনে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হয়।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক নাজিম উদ্দিন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে হুক ছিঁড়ে বগি বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রিপোর্টারের নাম 

























