ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

সীতাকুণ্ডে ডাকাতি প্রতিরোধে প্রাণ দিলেন দুই নৈশপ্রহরী

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইয়ার্ডে ডাকাতির চেষ্টা রুখতে গিয়ে দুই নৈশপ্রহরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ডাকাতদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে তারা সমুদ্রে পড়ে যান। আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সাগরের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন গাইবান্ধা জেলার বাসিন্দা সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তারা উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত ‘কে আর’ ইয়ার্ডে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে একদল ডাকাত সমুদ্রপথ ব্যবহার করে ইয়ার্ডে প্রবেশের চেষ্টা চালায়। এসময় দায়িত্বরত নৈশপ্রহরীরা তাদের বাধা দিলে ডাকাতরা পাল্টা আক্রমণ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সাইফুল ও খালেক সাগরে পড়ে নিখোঁজ হন। তবে ইয়ার্ডের অন্যান্য প্রহরীদের কঠোর প্রতিরোধের মুখে ডাকাত দলটি শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাগরে তল্লাশি চালিয়ে দুই প্রহরীর মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ডাকাতদের হামলার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদের আক্রমণে দুইজন নৈশপ্রহরী সাগরে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর-৬ আসনে একই গ্রাম থেকে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের আগ্রহ তুঙ্গে

সীতাকুণ্ডে ডাকাতি প্রতিরোধে প্রাণ দিলেন দুই নৈশপ্রহরী

আপডেট সময় : ০৩:২১:৫৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ইয়ার্ডে ডাকাতির চেষ্টা রুখতে গিয়ে দুই নৈশপ্রহরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ডাকাতদের সাথে ধস্তাধস্তির একপর্যায়ে তারা সমুদ্রে পড়ে যান। আজ মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল সাগরের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন গাইবান্ধা জেলার বাসিন্দা সাইফুল ইসলাম ও আবদুল খালেক। তারা উপজেলার কুমিরা এলাকায় অবস্থিত ‘কে আর’ ইয়ার্ডে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত গভীর রাতে একদল ডাকাত সমুদ্রপথ ব্যবহার করে ইয়ার্ডে প্রবেশের চেষ্টা চালায়। এসময় দায়িত্বরত নৈশপ্রহরীরা তাদের বাধা দিলে ডাকাতরা পাল্টা আক্রমণ করে। ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে সাইফুল ও খালেক সাগরে পড়ে নিখোঁজ হন। তবে ইয়ার্ডের অন্যান্য প্রহরীদের কঠোর প্রতিরোধের মুখে ডাকাত দলটি শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়।

মঙ্গলবার সকাল ৮টার দিকে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাগরে তল্লাশি চালিয়ে দুই প্রহরীর মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, ডাকাতদের হামলার কারণেই তাদের মৃত্যু হয়েছে।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতি প্রতিরোধ করতে গিয়ে ডাকাতদের আক্রমণে দুইজন নৈশপ্রহরী সাগরে পড়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুজনের লাশ উদ্ধার করে।