ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে হাতেনাতে ধরলেন ম্যাজিস্ট্রেট

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে অভিনব কায়দায় অভিযান চালিয়ে এক জাটকা বিক্রেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন ছদ্মবেশে এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর বাজারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাটকা বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাই করতে এক ব্যক্তিকে ক্রেতা সাজিয়ে সেখানে পাঠানো হয়। জাটকা বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিক্রেতাকে আটক করা হয় এবং জাটকাগুলো জব্দ করা হয়।

নিষিদ্ধ জাটকা বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৬ কেজি জাটকা জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহসহ সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিনাজপুর-৬ আসনে একই গ্রাম থেকে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা, ভোটারদের আগ্রহ তুঙ্গে

ক্রেতা সেজে জাটকা বিক্রেতাকে হাতেনাতে ধরলেন ম্যাজিস্ট্রেট

আপডেট সময় : ০২:৫১:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরে অভিনব কায়দায় অভিযান চালিয়ে এক জাটকা বিক্রেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন ছদ্মবেশে এই অভিযান পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা যায়, সীতাকুণ্ড পৌর বাজারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জাটকা বিক্রি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাই করতে এক ব্যক্তিকে ক্রেতা সাজিয়ে সেখানে পাঠানো হয়। জাটকা বিক্রির বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে বিক্রেতাকে আটক করা হয় এবং জাটকাগুলো জব্দ করা হয়।

নিষিদ্ধ জাটকা বিক্রির অপরাধে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৬ কেজি জাটকা জব্দ করে স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহসহ সীতাকুণ্ড থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, জাটকা ধরা, সংরক্ষণ ও বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। ইলিশের প্রজনন ও উৎপাদন বৃদ্ধিতে এবং জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।