অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সরকারি নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর বড় ধরনের পদক্ষেপ নিয়েছে প্রযুক্তি জায়ান্ট মেটা। দেশটিতে তাদের জনপ্রিয় দুই প্ল্যাটফর্ম ফেসবুক ও ইনস্টাগ্রামের ৫ লাখ ৪৪ হাজারের বেশি অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি।
মার্কিন এই প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে, অপ্রাপ্তবয়স্কদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে অস্ট্রেলিয়া সরকারের সাম্প্রতিক কঠোর আইন মেনে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সামাজিক মাধ্যম থেকে দূরে রাখতেই এই বিশাল সংখ্যক অ্যাকাউন্টগুলো শনাক্ত করে প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, শিশুদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং সাইবার বুলিংয়ের মতো ঝুঁকি থেকে রক্ষা করতে অস্ট্রেলিয়া সরকার সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বয়সের সীমা নির্ধারণ করে একটি মাইলফলক আইন পাস করে। এই আইন অনুযায়ী, নির্দিষ্ট বয়সের নিচে কেউ এসব প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে না এবং এর ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে বিশাল অংকের জরিমানার বিধান রাখা হয়েছে।
মেটা কর্তৃপক্ষের এই পদক্ষেপকে সরকারের আইন বাস্তবায়নের প্রতি একটি বড় ইতিবাচক সাড়া হিসেবে দেখা হচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা তাদের সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে ব্যবহারকারীদের প্রকৃত বয়স যাচাইয়ের প্রক্রিয়া আরও জোরদার করেছে, যাতে ভবিষ্যতে কোনো অপ্রাপ্তবয়স্ক নীতিমালা লঙ্ঘন করে অ্যাকাউন্ট পরিচালনা করতে না পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, মেটার এই কঠোর অবস্থান বিশ্বজুড়ে অনলাইন নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
রিপোর্টারের নাম 
























