আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ডকে ‘জঘন্য’ অভিহিত করে দলটির তীব্র সমালোচনা করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি অভিযোগ করেছেন, আওয়ামী লীগের মতোই জামায়াত এখন মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটিয়ে বিএনপি নেতাদের হেয় প্রতিপন্ন করার লিপ্ত হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) কুমিল্লার মুরাদনগরে এক হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কায়কোবাদ বলেন, “আওয়ামী লীগের জুলুমকেও হার মানাচ্ছে বর্তমানের জামায়াত। তারা আল্লাহর আইন কায়েম করার কথা বললেও বাস্তবে মানুষের সম্মানহানি ও ক্ষতি করছে।” তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, প্রকৃত মুসলমানের হাত ও জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, কিন্তু জামায়াতের নব্য জুলুম থেকে বিএনপি নেতারা রেহাই পাচ্ছেন না।
কায়কোবাদ আরও সতর্ক করে বলেন, “আওয়ামী লীগ যেভাবে দেশ ও বিএনপিকে কলঙ্কিত করতে চেয়েছিল, জামায়াতে ইসলামীও এখন সেই একই পথে হাঁটছে।” তবে এই অপপ্রচার সফল হবে না এবং জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তার ছোট ভাই কাজী জুন্নুন বসরীসহ স্থানীয় বিএনপি ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মুরাদনগরের ৩৮টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
রিপোর্টারের নাম 

























